শেরপুরে এলজিইডিতে কর্মরতরা মানববন্ধন করেছেন। সোমবার বিকালে শেরপুরের নকলা উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা এলজিইডি’র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন করেন। উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজাদানীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের এই মানববন্ধন বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইকবাল হোসেন।
মানববন্ধন চলাকালীন হামলার জন্য দায়ী সাহাবুদ্দিনসহ অন্যান্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবীও জানানো হয়।
কাকন রেজা।