৬ ম্যাচ খেলে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল উভয় দল পায় ৫ জয়। সমান ১০ পয়েন্ট দু’দলেরই। নেট রানরেটে বিপিএল টেবিলের শীর্ষে মাশরাফি বিন মুর্র্তজার সিলেট। দুইয়ে সাকিব আল হাসান নেতৃত্বাধীন বরিশাল। আজ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুই দল। কঠিন লড়াইয়ে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ইনিংসে বরিশালকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেট।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে বাজে শুরু করে সিলেট স্ট্রাইকার্স। মাত্র ১৫ রানে তিন উইকেট হারায় দলটি। জাকির হাসান এবং মুশফিকুর রহীম গোল্ডেন ডাক মারেন। ৪ রানে আউট হন তৌহিদ হৃদয়। শুরুর ধাক্কা সামলে ৮১ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও টম মোরেস।