যৌন হয়রানির মামলায় পদত্যাগ করেছেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দ্বীপ সিং। তার বিরুদ্ধে রোববার যৌন হয়রানি ও ভীতি প্রদর্শনের ফৌজদারি অভিযোগে মামলা নিবন্ধিত করেছে চন্ডিগড় পুলিশ। একজন জুনিয়র অ্যাথলেটিক কোচ তার বিরুদ্ধে শুক্রবার এ অভিযোগ করেছেন। জবাবে পদত্যাগ করলেও মন্ত্রী সন্দ্বীপ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন তার ভাবমূর্তিকে নস্যাৎ করার উদ্দেশ্যে এ অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেছেন, আমি আশা করি আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত আমি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হস্তান্তর করেছি মুখ্যমন্ত্রীর কাছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এর আগে ওই নারী কোচ রাজ্যে বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) অফিসে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি তুলেছেন, অবিলম্বে মন্ত্রী সন্দ্বীপ সিংকে বরখাস্ত করতে হবে মনোহর লাল খাত্তারের সরকারকে। অভিযোগ তদন্তের জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করতে হবে












