প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের প্রাক্তন পরামর্শক মুক্তিযোদ্ধা দেওয়ান দেলওয়ার আর নেই। বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা দেওয়ান হোসনে আইয়ুবের পিতা মুক্তিযোদ্ধা দেলওয়ার ২৫শে জানুয়ারি বিকেলে ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
বীর মুক্তিযোদ্ধা দেলওয়ার হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা। অবসর গ্রহণের পর তিনি ২০১৬-২০১৭ সালে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ২৬ জানুয়ারি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) মোহাম্মদ আব্দুল্লাহ্-আল-মামুন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান দেলওয়ার হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মহান আল্লাহর নিকট তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।