মালয়েশিয়ার মেলাকা রাজ্যে ১৭ই জানুয়ারির মধ্যে ফেসমাস্ক বাধ্যতামুলক হচ্ছে। করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হওয়ায় এমন ব্যবস্থা নিয়েছে ওই রাজ্য সরকার। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন ডেইলি স্টার। এতে বলা হয়, রাজ্যের স্বাস্থ্য ও মাদক বিরোধী কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ আকমাল সালেহ বলেছেন, বৈশ্বিক পর্যায়ে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর প্রেক্ষিতে প্রকাশ্য স্থানগুলোতে ফেসমাস্ক ব্যবহার করতে হবে আগেভাগেই। তিনি মঙ্গলবার বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দু’সপ্তাহের সংক্রমণ মূল্যায়ন করে প্রয়োজনে প্রকাশ্য ও অন্য স্থানগুলোতে ফেসমাস্ক বাধ্যতামুলক করতে দ্বিধাগ্রস্ত হবো না আমরা। তিনি তাৎক্ষণিকভাবে পর্যটক সহ স্থানীয়দের মুখে মাস্ক পরতে উৎসাহিত করেছেন।
মালয়েশিয়ার মেলাকা রাজ্যে ফেসমাস্ক বাধ্যতামুলক হচ্ছে
Date: