হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীকে আনতে গিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুলাউড়ার ৫ জনের। শনিবার গভীর রাত আনুমানিক ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের ক্বারী নুরুল হকের ছেলে মালয়েশিয়া প্রবাসী রাজু মিয়াকে আনতে পরিবারের ৮ সদস্যকে নিয়ে মাইক্রোবাসে শনিবার বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সরাসরি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে গাড়িচালকসহ ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে ২ জনসহ ৫ জন প্রাণ হারান।












