ভারতের জম্মু-কাশ্মীরের রাজৌরিতে দেশটির সামরিক বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষ চলছে। এতে অন্তত পাঁচ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের পুলিশ সূত্র জানিয়েছে, রাজৌরি জেলার ডাংরিতে এই সংঘর্ষ শুরু হয়। আপার ডাংরির একটি স্কুলের কাছ থেকে প্রথম গুলির শব্দ পাওয়া যায়। সোমবার রাতে এই ঘটনা ঘটে। গুলিতে অন্তত ১০জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে একজন নারী এবং একটি শিশুও রয়েছে।
বিবিসির রিপোর্টে জানানো হয়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ওই এলাকায় দুটি ভিন্ন হামলা হয়েছে। এরপর থেকেই গোটা কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছে। নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় এখনো পর্যন্ত জানা গেছে। তারা হলেন, সতীশ, দীপক এবং প্রীতম।