ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মা ও শুভমন গিলের সেঞ্চুরি হাঁকানোর ম্যাচে ৯০ রানের বড় জয় পায় ভারতীয়রা। আর শতরান করে বিরাট কোহলির রেকর্ড ভাঙেন শুভমন।
ইন্দোরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৩৮৬ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ২৯৫ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ৮ ওভার ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী শুরু করে ভারত। ওপেনিং জুটিতে ২১২ রান তোলেন রোহিত শর্মা ও শুভমন গিল। ৮৫ বলে ৯ চার ও ৬ ছক্কায় ১০১ রানে রোহিত আউট হলে ভাঙে এই জুটি। শুভমন ফেরেন ৭৮ বলে ১৩ চার ও ৫ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শুভমন। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪০ রান করেন তিনি।












