আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বুধবার এই বিস্ফোরণ হয়। এতে আহত হন কয়েক ডজন মানুষ। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। জানা গেছে, হামলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে চীন থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন। তবে তারা হামলার টার্গেট ছিলেন কিনা স্পষ্ট নয়।
বিবিসি জানিয়েছে, আফগান পুলিশের তরফ থেকে প্রথমে মৃতের সংখ্যা পাঁচ জন বলা হয়েছিল। তবে তালেবান জানিয়েছে, এই সংখ্যা ২০ জনের বেশি। আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। জঙ্গিগোষ্ঠীটির মুখপত্র ‘আমাক নিউজ এজেন্সি’ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছে, আইএসের এক সদস্য এ হামলা চালিয়েছেন। তিনি কর্মচারী ও রক্ষীদের মধ্যে গিয়ে তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান।
এদিকে সংবাদ সংস্থা এএফপির গাড়ি চালক জামশেদ করিমি জানান, তিনি সরাসরি আত্মঘাতী হামলাকারীকে দেখেছেন।












