এবার সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়িতে পাওয়া গেলো গোপন নথি। গত এক মাস ধরেই প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয় থেকে উদ্ধার হওয়া রাষ্ট্রীয় গোপন নথি নিয়ে উত্তেজিত হয়ে আছে মার্কিন রাজনীতি। এরমধ্যে মাইক পেন্সের বাড়ি থেকেও একই ধরণের নথি উদ্ধার হলো। পেন্সের এক আইনজীবীই গত সপ্তাহে এসব নথির সন্ধান পান। এগুলোকে এখন এফবিআই’র কাছে তুলে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, এরইমধ্যে প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে উদ্ধার হওয়া গোপন নথি নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ তদন্তও চালু হয়েছে। এমন সময়ই মাইক পেন্স জানিয়েছেন, তার কাছেও এমন নথি রয়েছে যা তিনি ফেরত দেননি। তিনি যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল আর্কাইভস’-এর কাছে একটি চিঠি লিখেছেন। এতে তিনি তার কাছে থাকা নথিগুলোকে আর্কাইভে ফেরত দেয়ার আবেদন করেছেন।
তবে সাবেক ভাইস-প্রেসিডেন্টের বাড়ি থেকে ওই নথিগুলো নিতে আসে এফবিআই।












