সহিংসতা বৃদ্ধির প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলিদের হাতে অস্ত্র তুলে দিতে চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে ওই অঞ্চলে সহিংসতা আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, শুধু এ মাসেই কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, দখলীকৃত পূর্ব জেরুজালেমে হামলার পর কট্টরপন্থি রাজনীতিকদের নিয়ে শনিবার বৈঠক করেন নেতানিয়াহু। দিনের শেষের দিকে তিনি এমন পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, শুক্রবার পূর্ব জেরুজালেমে একটি সিনাগগের বাইরে গুলিতে নিহত হয় ৭ ইসরাইলি। পূর্ব জেরুজালেমের জেনিন শরণার্থী শিবিরে এবং আশপাশে ইসরাইলি বাহিনী গত একটি সপ্তাহ ভয়াবহতা চালিয়েছে। এতে সেখানে কমপক্ষে ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা শেষের দিকে। এ মাসে কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এ নিয়ে ইসরাইল এবং গাজার মধ্যে সংঘাত চলমান।
ইসরাইলিদের হাতে অস্ত্র তুলে দেয়ার প্রতিশ্রুতি নেতানিয়াহুর
Date:












