গাড়িতে নারীদের হেডস্কার্ফ পরা বাধ্যতামূলক বলে সতর্কতা জারি করা হয়েছে ইরানে। হেডস্কার্ফ ইস্যুতে কয়েক মাস আগে পুলিশ আটক করে কুর্দি বংশোদ্ভূত ইরানি যুবতী মাহশা আমিনিকে (২২)। তাদের হেফাজতে তিনি মারা যান। অভিযোগ উঠেছে, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ কারণে প্রায় তিন মাস ধরে ইরানজুড়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে। প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। এরই মধ্যে পুলিশের নতুন এই ফরমান সামনে এলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে ইরানের বার্তা সংস্থা ফার্স-এর রিপোর্ট উদ্ধৃত করা হয়েছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, নজর-১ কর্মসূচির অধীনে নতুন দশা অবলম্বন করা হচ্ছে।