ভারতসহ পৃথিবীর এক’শ দেশে আজ মুক্তি পেয়েছে বহুল আলোচিত বলিউড ছবি ‘পাঠান’। এর মাধ্যমে চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাই স্বাভাবিকভাবেই এটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা আকাশচুম্বী। আজ ২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য শীতের কুয়াশা ঠেলে সিনেমা হলের সামনে ভিড় করছেন তারা। তবে জানা গেছে, এরই মধ্যে নাকি অনলাইনে ফাঁস হয়ে গেছে সিনেমাটি। তা-ও আবার এইচডি। করা যাচ্ছে ডাউনলোডও। কেবল হিন্দি ভাষায় নয়, ‘পাঠান’র তামিল-তেলুগু সংস্করণও নাকি দেখা যাচ্ছে অনলাইনে। তাছাড়াও এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন স্ট্রিমিং। অনলাইনে সিনেমা ফাঁস হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়বে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।