সাভারে লেগুনা মিনিবাস মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৬ জন। তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সাভারের সিন্ডবি-আশুলিয়া আঞ্চলিক সড়কের অরুণাপল্লীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদরের আকবর ফকিরের ছেলে ফজুলল ফকির (৪০), সাভারের কলমা এলাকার ইউসুফ দেওয়ানের ছেলে ফাহিম দেওয়ান (১৯) ও নাসির। আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এদিন রাতে ওই এলাকায় একটি লেগুনা সিন্ডবি থেকে যাত্রী নিয়ে আশুলিয়ার দিকে যাওয়ার পথে অরুণাপল্লীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।