মুক্তিযুদ্ধকালীন সম্মুখযুদ্ধের এক অনন্য স্মৃতি শেরপুরের কাটাখালি সেতু। ‘অপারেশন কাটাখালি’ নামে আলোচিত এই যুদ্ধে শহীদ হন অপারেশন কমান্ডার নাজমুল আহসান। মঙ্গলবার বিকালে কাটাখালি স্মৃতিসৌধে শহীদ নাজমুলের স্মৃতিফলক উন্মোচন করা হয়।
স্মৃতিফলক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদসহ অন্যান্যরা।
উল্লেখ্য ১৯৭১ এর ৬ জুলাই ‘অপারেশন কাটাখালি’র অংশ হিসেবে কাটাখালি সেতুটি ধ্বংস করে মুক্তিযোদ্ধারা পাশের রাঙ্গামাটিয়া গ্রামে আশ্রয় নেন। এ সময় খবর পেয়ে হানাদার বাহিনী হামলা চালায়। শুরু হয় প্রচণ্ড সম্মুখ যুদ্ধ। যুদ্ধে ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়ের তৎকালীন ছাত্র ও অপারেশন কাটাখালির কমান্ডার নাজমুল আহসান শহীদ হন।
দেশ স্বাধীন হবার পর সরকার শহীদ নাজমুলকে স্বাধীনতা পদকে ভূষিত করে। ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়ের একটি হলের নামকরণ শহীদ নাজমুলের নামে করা হয়।