৬ ডিসেম্বর, আজ শেরপুরের শ্রীবরদী মুক্ত দিবস। ১৯৭১ এর এই দিনে হানাদার মুক্ত হয় বর্তমানের শ্রীবরদী উপজেলা। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন শেরপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ^াস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ¦ আমিনুল ইসলাম, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার আলহাজ¦ নজরুল ইসলাম প্রমুখ।












