অত্যন্ত আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর ২৫তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে সোমবার (১৯ ডিসেম্বর)। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবসের এ অনুষ্ঠান উদ্বোধন করবেন। তিনি ভাচুর্য়ালি সংযুক্ত হবেন। এছাড়া ২৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দেশী বিদেশী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। এই উপলক্ষে একটি কৃষি প্রযুক্তি প্রদর্শনীর ও আয়োজন করা হয়েছে। যেখানে বসানো হয়েছে বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত জাত ও প্রযুক্তির স্টল। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি প্রদান ছাড়াও গবেষণা কার্যক্রমে রয়েছে এর ব্যাপক ভূমিকা।
প্রধানমন্ত্রী গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করবেন সোমবার
Date: