বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে শেরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শেরপুর শিল্পকলা একাডেমি চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে শেরপুরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হুইপ আতিউর রহমান আতিক কন্যা ডা. শারমিন রহমান অমি, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনেআরা প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।