আর্জেন্টিনায় বুঁদ ফুটবল বিশ্ব। লিওনেল মেসিতে মোহিত গোটা পৃথিবী। অম্ল-মধুর অপেক্ষা শেষে ফুটবলের রাজা তার আকাক্সিক্ষত মুকুট মাথায় পরেছেন। বিশ্বকাপ জিতেছেন মেসি। কিংবদন্তি প্লেয়ারকে ২০২৬ বিশ্বকাপেও চান আর্র্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি।
৩৫ বছর বয়স লিওনেল মেসির। ২০২৬ সালে ৩৯ বছর বয়স হবে আর্জেন্টিনা অধিনায়কের। মেসি নিজেই বলেছেন, সেই বয়সে আরেকটি বিশ্বকাপ খেলা কঠিন। তবে মেসি চাইলে ১০ নম্বর জার্সিটি তার জন্য তুলে রাখা হবে। টিওয়াইসি স্পোর্টসকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, আগামী বিশ্বকাপে তার জায়গাটা ফাঁকা রাখা উচিত। আমরা চাই সে খেলা চালিয়ে যাক।