আগের ম্যাচে নেইমারদের পায়ে সাম্বার জাদু দেখেছিল ফুটবল বিশ্ব। দক্ষিণ কোরিয়াকে এক কথায় উড়িয়ে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল। কিন্তু আবারও ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে স্বপ্নভঙ্গ হলো পাঁচবারের চ্যাম্পিয়নদের। কোয়ার্টার ফাইনালে থেমে পড়লো হট ফেভারিট ব্রাজিলের অভিযান আর চমক দেখালো ক্রোয়েশিয়া। গতকাল টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে গতবারের রানার্সআপ ক্রোয়াটরা। ম্যাচের ১২০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। এদিন ম্যাচের শেষটা ছিল নাটকীয়তায় ভরা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ গোলে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার জুনিয়র। তবে নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে সুন্দর এক গোল আদায় করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ব্রুনো পেটকোভিচ। তবে আবারো ক্রোয়েশিয়ার নায়ক ডমিনিক লিভাকোভিচ।