দক্ষিণ কোরিয়ায় সেক্স ডল আমদানি থেকে অবশেষে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এমনিতেই সেখানে সেক্স ডল নিষিদ্ধ নয়। তবে এর কারণে দক্ষিণ কোরিয়ার রীতিনীতি এবং জনগণের নৈতিকতার ক্ষতি হচ্ছে বলে মনে করা হয়। শুধু এসব সেক্সডলই নয়, এমন আরও পণ্য আছে- যা আপত্তিকর হিসেবে দেখে কর্তৃপক্ষ। ফলে একটি আইনের অধীনে পূর্ণ মানুষের অবয়বে তৈরি সেক্সডল আমদানি বন্ধ করে দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
২০১৮ সাল থেকে কাস্টমস কর্তৃপক্ষ এমন কয়েক লাখ সেক্সডল জব্দ করেছে। ফলে বিতর্ক ওঠে যে, সরকার জনগণের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছে। এ নিয়ে দীর্ঘ বিতর্ক চলতে থাকে। আমদানিকারকরা প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আদালতে অভিযোগ করেন এবং যেসব সেক্সডল জব্দ করা হয়েছে তা ছাড় দেয়ার আবেদন করেন। তারা দাবি তোলেন, এসব আমদানিপণ্য মানব মর্যাদার কোনো ক্ষতি করে না।
২০১৯ সালে সুপ্রিম কোর্ট একটি সিদ্ধান্ত সমুন্নত রাখে।