থাইল্যান্ড উপসাগরে ডুবে গেছে থাই নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। খারাপ আবহাওয়ার কবলে পড়ে সোমবার জাহাজটি ডুবে যায়। এসময় জাহাজটিতে ছিল ১০৬ জন। এরমধ্যে এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের ভাগ্যে কি ঘটেছে তা ধারণা করা যাচ্ছে না। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে বলা হয়, থাইল্যান্ড কর্তৃপক্ষই গোটা পরিস্থিতির কথা বর্ণনা করেছে। এক বিবৃতিতে তারা জানায়, উদ্ধার হওয়া তিন নাবিকের অবস্থা গুরুতর। নিখোঁজ ক্রুদের খুঁজতে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। জাহাজটি ডুবে যাওয়ার সময় সমুদ্রে ব্যাপক ঝড় চলছিল। ঝড়ের কারণে জাহাজের এক্সস্ট পাইপে পানি ঢুকে যায় এবং এতে জাহাজের গুরুত্বপূর্ণ ইলেক্ট্রিক সিস্টেম নষ্ট হয়ে যায়।