বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে দ্বিশতক ছুঁয়ে রেকর্ড গড়লেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।
দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে ধুঁকছিলেন ডেভিড ওয়ার্নার। মেলবোর্ন টেস্টের আগ পর্যন্ত সাদা পোশাকে গত দুই বছরে তার গড় রান ছিল মাত্র ২৭। সবশেষ সেঞ্চুরির দেখা পান ২০২০ সালের জানুয়ারিতে। গত ১১ ইনিংসে কোনো ফিফটির দেখাও পাননি ওয়ার্নার। অফফর্মের কারণে প্রচুর সমালোচিত হয়েছেন তিনি। আকারে ইঙ্গিতে অনেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন ওয়ার্নারকে। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে সব সমালোচনার জবাব দিলেন এই অজি ওপেনার।
টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন ডেভিড ওয়ার্নার। এর আগে এই কীর্তি ছিল শুধু ইংলিশ ব্যাটার জো রুটের। ২০২১ সালে ভারতের বিপক্ষে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন ডেভিড ওয়ার্নার।