কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘খালেদা জিয়ার ছেলেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। অ্যামেরিকার এফবিআই তা ধরেছে। সিঙ্গাপুরে ধরা পড়েছে।’
তিনি বিএনপিকে দোষ দিয়ে বলেন, এরা দেশকে অস্থিতিশীল করতে চায়। এরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
বৃহস্পতিবার শেরপুর পৌরপার্কে জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে শেষে ভিডিও কলে ঢাকা থেকে যুক্ত হোন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
সম্মেলন শেষে আতিউর রহমান আতিককে পুনর্বার সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানুকে সাধারণ সম্পাদক করা হয়। সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে সহসভাপতি করা হয়েছে।