ক্ষোভে ফুঁসছে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি। স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন ভিকটিম। স্থানীয় ইতালীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার হলে, এতে টনক নড়ে প্রশাসন ও জনমনে। এর শান্তিপূর্ণ ও সঠিক সমাধান চান অস্বস্তিতে থাকা কমিউনিটির ধর্মপ্রাণ মানুষ ও বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিবর্গ।
২৯ বছর বয়সী দুই সন্তানের মা সানোয়ারা বেগম। গত প্রায় ১৫ বছর ধরে বসবাস করছেন ইতালিতে। বাবা-মায়ের সঙ্গে ১৪ বছর বয়স ইতালি আসেন তিনি। পরে বিয়ে হয় আরেক ইতালি প্রবাসী আরিফুর রহমানের সঙ্গে। নিজের শিক্ষা শেষ করেন ইতালীয় টেকনিক্যাল স্কুল থেকে। তার দুই সন্তানের জন্মও হয়েছে ভেনিস হাসপাতালে। সম্প্রতি সানোয়ারা বেগম দুই শিশু সন্তান ও তার বৃদ্ধ বাবাকে সঙ্গে নিয়ে ভেনিসের মেসরে শহর থেকে, পাশের ‘মারঘেরা’ শহরে ফুফুর বাসায় বেড়াতে যান।












