এবারের বিশ্বকাপ নিয়ে সাধারণের পাশাপাশি তুমুল উন্মাদনা ছিল তারকাদের মধ্যেও। তবে এ আসরের ফুটবল নিয়ে কিছুই বলতে শোনা যায়নি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। কিন্তু তার ভক্তরা চাচ্ছিল প্রিয় তারকা শাকিব খান যেকোন একটি দলের সমর্থন দেবেন। কিন্তু সমর্থন না দিয়ে উল্টো শেষ সময়ে এসে নিজেই প্রশ্ন করে বসলেন এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে। শাকিব তার ভেরিফাইড ফেসবুক পেইজে খেলা শুরুর আগে প্রশ্ন করলেন, আর্জেন্টিনা নাকি ফ্রান্স? কে জিতবে এবারের ফুটবল বিশ্বকাপ? শাকিবের সে পোস্টে ভিড় করেছেন তার অনুরাগীরা। উত্তর হিসেবে তারা জানিয়েছেন নিজেদের পছন্দের দলের নাম। তাদের অধিকাংশই শুভকামনা জানিয়েছেন আর্জেন্টিনাকে।তবে সবকিছুকে ছাপিয়ে দিয়ে এ প্রশ্নের জবাব এলো আর্জেন্টিনা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গিয়ে সমতায় আনেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। দুই দলই গোলের সংখ্যা সমান থাকায় পুনরায় আরও ত্রিশ মিনিট খেলা শেষ করেন ৩-৩ গোলে এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে গোলকিপার মার্টিনেজের চমকে এক সুন্দর জয় দিয়ে শেষ করে নায়ক শাকিবের প্রশ্নের জবাব দেয় দলটি। যদিও খেলা শেষে আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানিয়েছেন এই অভিনেতা।