শেরপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে এই মেলা অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। উদ্বোধনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকন সাহেলা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।