সোমবার, জুন ১৬, ২০২৫

মোমেন-ল্যাভরভ ফোনালাপ পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

Date:

প্রস্তুতির চূড়ান্ত মুহূর্তে ঢাকা সফর বাতিল করলেও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যকার সহযোগিতায় গঠিত জোট আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ শে নভেম্বর তার ঢাকা আসার কথা ছিল। সে মতে উভয়ের প্রস্তুতি এগোচ্ছিলো কিন্তু শুক্রবার নোট ভারবাল পাঠিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর হচ্ছে না বলে জানায় মস্কো। অবশ্য সেই সময় এ-ও বলা হয়, সফর করতে না পারলেও সুবিধাজনক সময়ে মন্ত্রী মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন মন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেগুনবাগিচা জানায়, সোমবার দুই মন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপ হয়েছে। আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সরকারি বিজ্ঞপ্তি মতে, শিডিউল জটিলতার কারণে ঢাকা আসতে না পারার বিষয়টি জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ টেলিফোনে দুঃখ প্রকাশ করেন। তাছাড়া খুব শিগগির বাংলাদেশ সফরের অভিপ্রায়ও ব্যক্ত করেন তিনি। টেলিফোনে আলাপকালে দু’মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন এবং বিদ্যমান চমৎকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন উভয়ে।
আলাপকালে ড. মোমেন বলেন,  স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভুমিকা বাংলাদেশ সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...