নিজেদের কাল্পনিক চরিত্রগুলোকে আরও জনপ্রিয় করে তোলার উপরে জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ইউনিটি ডে উপলক্ষ্যে দেয়া বিবৃতিতে এ কথা বলেন তিনি। এতে পুতিন বলেন, রাশিয়ার শিশুরা এখন ব্যাটম্যান ও স্পাইডারম্যানের মতো পশ্চিমা সুপারহিরোদের বেশি চেনে। অথচ রাশিয়ার নিজস্ব সুপারহিরোদের তারা এত চেনে না।
পুতিন আক্ষেপ করে বলেন, শিশুরা ব্যাটম্যানকে চেনে কিন্তু রুশ কিংবদন্তি বগাতিরদের চেনে না। আমাদের কার্টুন, সিনেমা এবং শিশু সাহিত্যে বগাতিরের গল্প রাখতে হবে। উল্লেখ্য, বগাতির রাশিয়ার মধ্যযুগীয় বীরের নাম। পশ্চিমা বিশ্বে নাইট বলতে যা বুঝায় রাশিয়ায় তা ছিল বগাতির নামে পরিচিত। পুতিন বলেন, শুধুমাত্র মিডিয়া ও সংস্কৃতিতে এগুলো ঢুকালেই কাজ শেষ হয়ে যাবে না। সমগ্র শিক্ষা ব্যবস্থায় রুশ কিংবদন্তিদের নিয়ে আসতে হবে, একদম কিন্ডারগার্টেন থেকে।
রাশিয়ায় মুক্তি পাওয়া ‘থ্রি বগাতির’ এনিমেশন ফিল্ম ব্যাপক সফলতা পেয়েছে। এছাড়া ইলিয়া মুরোমেটস, অ্যালোশা পপোভিচ এবং ডোব্রিনিয়া নিকিটিচের মতো রুশ কিংবদন্তিদের উপর ভিত্তি করে নির্মাণ করা সিনেমা গুলোও বেশ সফলতার সঙ্গে ব্যবসা করেছে।












