টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজেদের প্রথম ম্যাচেই হার দেখলো ইংল্যান্ড। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে তারা। অ্যাডিলেডে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৮৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ১৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওয়ানডের নতুন অধিনায়ক প্যাট কামিন্সের অধীনে এটি ছিল অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ।
বিশ্বকাপে নিজেকে হারিয়ে খোঁজা ডেভিড ওয়ার্নার রানে ফিরেছেন এই ম্যাচ দিয়ে। ৮৪ বলে ১০ চার ও এক ছক্কায় ৮৬ রান করেন তিনি। আরেক ওপেনার ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ৫৭ বলে ৬৯ রান। তিনিও ১০ চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন। ওপেনিং জুটিতেই ১৯.৪ ওভারে ১৪৭ রান তুলে ফেলেন ওয়ার্নার-হেড। তিনে নামা স্টিভেন স্মিথ ৭৮ বলে ৯ চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন ৮০ রান করে
Date: