সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

বাংলাদেশের বিদায়

Date:

দক্ষিণ আফ্রিকা হারায় কপাল খুলে গিয়েছিল বাংলাদেশের। সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো টাইগারদের। তবে সেই সমীকরণ মেলাতে পারেনি সাকিব আল হাসানের দল। পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

আজ অ্যাডিলেডে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ৫ উইকেটে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৫৭ রান তোলে পাকিস্তান। অধিনায়ক বাবর ৩৩ বলে ২৫ রান করেন। মোহাম্মদ রিজওয়ানের সংগ্রহ ৩২ রান। এছাড়া মোহাম্মদ হারিস ৩১ রান করেন। অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন শান মাসুদ।

বাংলাদেশের নাসুম আহমেদ ৪ ওভারে ১৪ রান দিয়ে ১টি উইকেট নেন। একটি করে উইকেট পান সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেনও।

বাংলাদেশকে ১২৭ রানে আটকে দিলো পাকিস্তান

জিতলেই সেমিফাইনাল, হারলে বাদ।

আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

কঠিন সমীকরণ মেলানোর ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে জুতসই সংগ্রহ পেলো না টাইগাররা। ৮ উইকেটে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

 

ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫৪ রান করেন তিনি। সৌম্য সরকারের সংগ্রহ ২০ রান। ২৪ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন। লিটন দাসও (১০) সুবিধা করতে পারেননি। বাকিদের কেউ দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেননি।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। দুটি উইকেট পান শাদাব খান।

ফিফটি হাঁকিয়ে ফিরলেন শান্ত

দুর্দান্ত শুরুর পর ১১ থেকে ১৪ এই ৪ ওভারের মধ্যে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নেমেছে।  ৩ টাইগার ব্যাটার উইকেট হারিয়েছেন। সৌম্য-সাকিবের পর সাজঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। ১৪তম ওভারের দ্বিতীয় বলে ইফতেখার আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ফিফটি হাঁকান টাইগার ওপেনার। ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫৪ রান করেন তিনি।

গোল্ডেন ডাক সাকিবের

১১তম ওভারের চতুর্থ বলে শাদাব খানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে শান মাসুদের তালুবন্দি হন সৌম্য সরকার। ১৭ বলে ১ চার ও ১ ছক্কায় ২০ রানে ফেরেন তিনি। পরের বলেই সাকিব আল হাসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শাদাব খান। রিভিউ নিয়েও গোল্ডেন ডাক ঠেকাতে পারেননি টাইগার অধিনায়ক।
১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান।

শান্ত-সৌম্যর ব্যাটিংয়ে ৫০ পার বাংলাদেশের

দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ বলে ১ ছক্কায় ১০ রান নিয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। এরপর সৌম্য সরকারকে নিয়ে ইনিংস লম্বা করছেন নাজমুল হোসেন শান্ত। ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৬ রান। ৩১ বলে ৫ চারে ৩৬* রান শান্তর। আর ৯ বলে ৯* রান নিয়ে লড়ছেন সৌম্য।

সেমি নিশ্চিত করার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা হারায় কপাল খুলে গেছে বাংলাদেশের। সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে যাবে টাইগাররা। আর টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

৫ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। এক ম্যাচ হাতে রেখে শেষ চারের টিকিট পাওয়া ভারতের পয়েন্ট ৬। বাংলাদেশ ও পাকিস্তানের সমান ৪ পয়েন্ট করে। অর্থাৎ, পাকিস্তানকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে বাংলাদেশ।

আগের ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন সৌম্য সরকার। সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ ও পেসার ইবাদত হোসেন। আগের ম্যাচের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের এই ম্যাচে সুযোগ হয়নি।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক),

পাকিস্তান একাদশ 
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাঈম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...