রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা- ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য (২৩-২৪ নভেম্বর) দুই দিনের সফরে ঢাকা আসছেন। এটা কেবল তার-ই প্রথম বাংলাদেশ সফর নয়, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এর আগে কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসেন নি। ল্যাভরভ আইওআরএ’র বৈঠক ছাড়াও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। অনেক দিক থেকেই তার প্রথম সফর বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যতোটা না বড় রাজনীতিবিদ, তারচেয়েও বেশি একজন উজ্জ্বল কূটনীতিক এবং বেসামরিক আমলা। তিনি দীর্ঘ ১০ বছর জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সেই ২০০৪ সাল থেকে। এখন পর্যন্ত রাশিয়ার কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকা সফর করেননি। একারণে ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক প্রেক্ষাপটে সফরটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রস্তাবিত সফরটি নিয়ে কূটনৈতিক অঙ্গনে বহুদিন ধরেই জল্পনা চলছিল। এখন সেটি সফলতার মুখ দেখছে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘পাকিস্তান টুডে’তে প্রকাশিত এক নিবন্ধে মেহজাবিন ভানু এমন মন্তব্য করে লিখেছেনঃ এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ল্যাভরভকে আইওআরএ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন।












