দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, মানবজমিন-এর উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে শনিবারও গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের ডিবি রোডে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল খালেদ, সোলায়মান হোসেন সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।
সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা আতাউর রহমান আতার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে তার জামাতা এ এস এম আশরাফুল ইসলাম বাদী হয়ে ৭ই জুন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ।
অন্যদিকে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শুক্রবার বিকেলে পলাশবাড়িতে সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে পলাশবাড়িতে ঢাকা-রংপুর সড়কের চৌমাথায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে । এতে বক্তব্য রাখেন পলাশবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ি প্রেস ক্লাবের সভাপতি রবিউলর ইসলাম পাতা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবীর, সাংবাদিক জাভেদ হোসেন, ডিপটি প্রধানসহ বিভিন্ন সংগঠন ও রাজনীতিকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।
বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহরের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের ও জাতির উন্নয়নে কাজ করেন। সমাজের অসঙ্গতি তুলে ধরেন। সে কারণে সাংবাদিকদের বিরুদ্ধে দুর্নীতিবাজ কর্মকর্তারা ক্ষেপে ওঠেন । তারা সাংবাদিককে হয়রানি করতে মরিয়া হয়ে ওঠেন। আমরা তা হতে দেবো না ।