চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার পোশাক কারখানা ডিপ অ্যাপারেলস। সেখানে কাজ করেন ৬ শতাধিক শ্রমিক। প্রায় ৩ মাস ধরে প্রতিষ্ঠানটির অধীনে থাকা দুইটি কারখানায় কোন কার্যাদেশ নেই। যে কারণে বাধ্য হয়ে বুধবার রাতে সকালে আগে থেকে কোন ঘোষণা না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এরমধ্যে শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়াও আছে। আর বৃহস্পতিবার সকালে এসে কারখানার সামনে তালা দেখে ক্ষুব্ধ হয়ে উঠেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছে। এতে করে ওই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, শ্রমিকরা কারখানা সংলগ্ন মেরিন ড্রাইভ ও নতুন চাক্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা বলছেন, মালিকপক্ষ যতক্ষণ বৈঠকে বসে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেবে না ততক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। এসময় পুলিশ গিয়ে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা শুনছেন না।
শ্রমিকরা বলছেন, তাদেরকে আগে থেকে কোন কিছুই না জানিয়ে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।