ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এতে দুমড়ে মুচড়ে গেছে ওই দ্বীপটি। বহু ঘরবাড়ি ধসে গেছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলেছে, সোমবার ৫.৬ মাত্রার ভূমিকম্পের উৎস ছিল পশ্চিম জাভার সিয়ানজুর অঞ্চলে ১০ কিলোমিটার গভীরে। সেখান থেকে অধিবাসীদের পাঠিয়ে দেয়া হয়েছে রাজধানী জাকার্তার দিকে। এসব মানুষ রাস্তা ধরে নিরাপত্তার জন্য শুধু দৌড়াচ্ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ভূমিকম্পে ধ্বংস হয়েছে একটি ইসলামিক বোর্ডিং স্কুল, একটি হাসপাতাল, সরকারি বিভিন্ন স্থাপনাও। সিয়ানজুরের সরকারি কর্মকর্তা হারমান শুহেরম্যান মেট্রো টিভিকে বলেছেন, নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত কমপক্ষে ৪৪
Date:












