শক্তি-সামর্থ্যে জিম্বাবুয়ের চেয়ে বেশ এগিয়ে পাকিস্তান। ক্রেইগ আরভিনদের মোকাবিলায় অধিকাংশই বাবর আজমদের পক্ষে বাজি ধরেছিলেন। জিম্বাবুয়েকে অল্প রাগে আটকে দিয়ে পাকিস্তানও শুরু করেছিল দুর্দান্ত। তবে বোলিংয়ে ছন্দ দেখিয়ে ১ রানের অবিশ্বাস্য জয় তুলে নেয় জিম্বাবুয়ে। আন্তর্জাতিক অঙ্গনে সিকান্দার রাজার কাছে এটি সেরা জয়।
বৃহস্পতিবার পার্থে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে বোলিংয়ে নেমে জিম্বাবুয়েকে ১৩০ রানে আটকে দেয় পাকিস্তান। স্বল্প পুঁজি নিয়ে দুর্দান্ত বোলিং করেন জিম্বাবুয়ের বোলাররা। ৮ উইকেটে ১২৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। ব্যাটিংয়ে ছন্দ দেখাতে না পারলেও বোলিংয়ে আলো ছড়ান সিকান্দার রাজা। ২৫ রান দিয়ে পাকিস্তানের তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদসম্মেলনে রাজা বলেন, ‘যখন থেকে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সদস্য আমি, এই জয়কে সেরা বলবো।