প্রতিবারের মতন এবারও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিও’র ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়ে গেলো ২ দিনব্যাপী তীর্থোৎসব। ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত এই উৎসব দেশের ক্যাথলিক খ্রিস্টানদের অন্যতম প্রধান উৎসব। সারাদেশ এবং দেশের বাইরে থেকেও ধর্মপ্রাণ ক্যাথলিক খ্রিস্টানরা এ উৎসবে অংশগ্রহণ করেন। আজ শুক্রবার দুপুরে শেষ হয় উৎসব।
পর্তুগালের ধর্মপল্লীর আদলে গড়া এই মিশনটিতে মা মেরিকে ফাতেমা রানী নামে অর্চনা করা হয়। প্রতি বছর অক্টোব মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় ‘ফাতেমা রানী’র এই তীর্থোৎসব। এবারও দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার খ্রিস্টান ধর্মালম্বী এই উৎসবে অংশ নেন। দেশের বাইরে থেকেও অনেক খ্রিস্টান এই উৎসবে যোগদান করেন।
উৎসবের অন্যতম আকর্ষণ হলো আলোর মিছিল। বৃহস্পতিবার রাতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ মোমবাতি হাতে পাহাড়ি পথ প্রদক্ষিণ করেন। এছাড়া উৎসবে অন্যান্য পর্বের মধ্যে রয়েছে প্রার্থণা, খ্রিস্টযোগ, ক্রুশবিদ্ধ হওয়া ইত্যাদি। ক্রুশবিদ্ধ হওয়ার মধ্যে দিয়ে শুক্রবার দুপুরে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা।
১৯৪২ সালে নালিতাবাড়ী উপজেলার গারোপাহাড়ে এই ধর্মপল্লী গড়ে উঠে। ১৯৯৮ থেকে শুরু হয়ে এই তীর্থোৎসব। পর্তুগালের ধর্মপল্লীর আদলে গড়ে তোলা হয় এই খ্রিস্টান মিশন।