শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রকাশ্যে একজনকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাংশা বাজারে এই ঘটনা ঘটে। নিহতের নাম ইমাম হোসেন ওরফে ফেকাসু। সে কাংশা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভ’ঁইয়া জানিয়েছেন, নিহত ফেকাসুর সাথে একই গ্রামের জব্বার, জলিল, আনোয়ার ও খলিল মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। বিকালে কাংশা বাজারে গেলে জলিল আনোয়ার গংরা ফেকাসুর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান ফেকাসু। সাথে আরো ৩ জন আহত হন।
ওসি মনিরুল ইসলাম ভ’ঁইয়া আরো জানান, রাতেই লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতীতে একজনকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Date:












