বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সাবেক সদস্য এ ওয়াই মোহাম্মদ কামাল (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুরে উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ওয়াই মোহাম্মদ কামাল বাধ্যর্কজনিত কারণে দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। রোববার দুপুরে উত্তরা নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শায়রুর কবির জানান, বাদ মাগরিব উত্তরা ১৩ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ১২ নম্বর সেক্টরের করব স্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
মোহাম্মদ কামালের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেতা মোহাম্মদ কামাল আর নেই
Date: