ওরা স্পিন ভালো খেলে। তবে স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি আমরা। পাকিস্তানকে হারাতের আমাদের স্পিনই যথেষ্ট।’- নারী এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে কথাগুলো বলেন রুমানা আহমেদ। টাইগ্রেস অলরাউন্ডারের কথার হিতে বিপরীত হলো। পাকিস্তানি বোলারদের দাপটেই গুড়িয়ে গেলো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ম্যাচশেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন উইকেট স্লো থাকায় পরিকল্পনামাফিক খেলতে পারেননি তারা।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। ম্যাচশেষে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি বলেছিলেন, আগে বোলিং করায় স্লো উইকেটের সুবিধা নিতে পেরেছিলেন তারা। বাংলাদেশের বিপক্ষে টসে জিতে থাইল্যান্ড ব্যাটিং নিলেও পাকিস্তান অবশ্য বোলিংয়ের সিদ্ধান্তই নেয়। এবার নিজেরাই স্লো উইকেটের ফাঁদে পড়লেন বাঘিনীরা। ম্যাচশেষে জ্যোতির কণ্ঠে শোনা গেলো সেই সুর, ‘আমাদের টপ অর্ডাররা ব্যর্থ হয়েছে।