ফুটবল খেলায় প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপের ফলে পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ১৭৪ জন। শনিবার এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কানজুরুহান স্টেডিয়ামে। বার্তা সংস্থা এপি বলছে, ইন্দোনেশিয়ান প্রিমিয়ার লিগের খেলা হয় এদিন পারসেবায়া সুরাবাইয়া ও আরিমা মালাং দলের মধ্যে। এতে আরিমা মালাংকে ৩-২ গোলে পরাজিত করে পারসিবায়া সুরাবাইয়া। তা নিয়ে স্টেডিয়ামের ভিতরে সমর্থক দুই দলের মধ্যে কয়েক দফা মারামারি হয়।
এর ফলে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ফলে শত শত মানুষ বহির্গমন গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ভয়াবহ বিশৃংখল এক পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। এ সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৭৪ জন নিহত হন। পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা বলেন, শনিবার দিন শেষে ওই খেলার পর দুই গ্রুপ সমর্থকের মধ্যে মারামারি লাগে। তা দাঙ্গা পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়।