দুই বাংলায় সমানতালে কাজ করছেন নুসরাত ফারিয়া। ক’দিন আগেই মুক্তি পেয়েছে তার ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি। এ ছবির মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। তবে এবার দীর্ঘ সময় পর কলকাতার ছবিতে ফের অভিনয় করতে চলেছেন ফারিয়া। তার পরবর্তী সিনেমার নাম ‘বিবাহ অভিযান টু’। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। নতুন সিনেমায় নতুন পরিচালক বাদে আগের সবাই আছেন। সিক্যুয়েলটি পরিচালনা করছেন সৌমিক হালদার, যিনি এর আগে ৮৩টি ছবির সিনেমাটোগ্রাফির কাজ করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করবেন কলকাতার অঙ্কুশ হাজরা, প্রিয়াংকা, অনির্বান, রুদ্রনীল, সোহিনী প্রমুখ। এ ছবির শুটিং শুরু হবে নভেম্বরের ৮ তারিখ।
আর বেশিরভাগ শুটিং হবে থাইল্যান্ডে। কিছু অংশের চিত্রায়ণ হবে কলকাতা শহরে। ফারিয়া জানান, দুবার করে শুটিং পেছানোর পর অবশেষে চূড়ান্ত হয়েছে ছবিটির শুটিংয়ের বিষয়টি। টানা দুই সপ্তাহ ব্যাংককে শুটিং হবে। এ ছবির প্রথম কিস্তি দর্শক বেশ পছন্দ করেছিল। আমিও অপেক্ষায় ছিলাম দ্বিতীয় কিস্তির শুটিং শুরুর। অবশেষে সেটি হচ্ছে। এ বছর জুলাইয়ে থাইল্যান্ডে শুটিং শুরু হওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু নির্ধারিত দিনের কিছু আগেই শুটিং স্থগিত করে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। জানা যায়, সিনেমাটির কাহিনীকার ও অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপি সমর্থক হওয়ায় একটা রাজনৈতিক জটিলতা তৈরি হয়। সে কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শুটিং পেছায়। নুসরাত ফারিয়া বলেন, ‘অপারেশন সুন্দরবন’ দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে। তাই ফরফুরে মেজাজেই এবার ‘বিবাহ অভিযান টু’ এর কাজ শুরু করতে পারবো। আশা করছি খুব ভালো একটি কাজ হবে এটি। এদিকে দেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। এ ছাড়া কলকাতায় ‘রকস্টার’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি।












