রবিবার, মার্চ ২৩, ২০২৫

দোকানের সাড়ে ১৯ লাখ টাকার মালামাল নিয়ে গায়েব ২ কর্মচারী

Date:

চট্টগ্রাম নগরীর জিইসিস্থ সানমার ওশান সিটির দোকান থেকে ১৯ লাখ ৫৮ হাজার টাকার মালামাল নিয়ে দুই কর্মচারীর বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকানের মালিক আতিকুর রহমান বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন।
এতে অভিযুক্ত দুজন হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের সাঙ্গিশ্বর এলাকার নজির আহম্মেদের ছেলে সফিউল ইসলাম (২৮) ও তার ছোট ভাই নাঈমুল ইসলাম (২২)।

সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি এ মামলা করেন। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী আতিকুর রহমান বলেন, আড়াই বছর ধরে সানমারে আমার মালিকানাধীন ‘পাঞ্জাবি ওয়ার্ল্ড’ দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল সফিউল। মালিকানা পরিবর্তন এবং দোকানের চুক্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমি দোকানটি ছেড়ে দিই। গত ২৮ অক্টোবর দোকানের হিসাব থেকে উদ্বৃত্ত তিন লাখ ১০ হাজার টাকা আমার একাউন্টে পাঠানোর কথা ছিল তার। কিন্তু আমার একাউন্টে না দিয়ে নিজের একাউন্টে জমা করে নেয় সে। পরবর্তীতে দোকানের ক্যাশে থাকা ৯৪ হাজার ৭৫০ টাকা এবং এক হাজার ৮০৬টি পাঞ্জাবি (যার বাজার মূল্য ১৬ লাখ ১৩ হাজার ৬৫০ টাকা) নিয়ে পালিয়ে গেছে। এতে আমার সবমিলিয়ে ১৯ লাখ ৫৮ হাজার ৪০০ টাকার খোয়া গেছে।

তিনি বলেন, ওই সময় অভিযুক্তরা দোকানের নামে করা চেকবই ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে। পরে বিষয়টি তাদের বাবাকে জানালে তিনি কাগজপত্রসহ মালামাল ও টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি কোন ব্যবস্থা নেননি।
এ বিষয়ে অভিযুক্ত নাঈমুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

আমার বড়ভাই (সফিউল) বিস্তারিত জানাতে পারবেন। সফিউল ইসলাম বলেন, তার সঙ্গে আমার একটি চেকের মামলা চলমান রয়েছে। এ বিষয়ে সামাজিকভাবে একটি বিচার হয়েছিল। সে বিচার উনি (আতিকুর রহমান) মানেননি এবং আমাকে নানা হুমকি-ধামকি দিয়ে আসছিল। এজন্য আমি তার বিরুদ্ধে ফেনীতে জিডি করেছি। যার প্রেক্ষিতে সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...