নানা জল্পনা শেষে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার কাজটি সম্পন্ন করেছেন। যুক্তরাষ্ট্রের মিডিয়া এবং প্রতিষ্ঠানটির একজন বিনিয়োগকারীর মতে, ৪৪০০ কোটি ডলারে টুইটার কিনে নিলেন ইলন মাস্ক। সঙ্গে সঙ্গে এর শীর্ষ বস বলে পরিচিত পরাগ আগরওয়াল সহ শীর্ষ পর্যায়ের বেশ কিছু নির্বাহীকে বরখাস্ত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এর ফলে একটি টান টান উত্তেজনার ইতি ঘটলো। ইলন মাস্ক টুইটার কেনা থেকে সরে যেতে চেয়েছিলেন। কিন্তু এই বিলিয়নিয়ারকে আইনি প্রক্রিয়ায় বাধ্য করতে আদালতে যায় টুইটার। ইলন মাস্ক টুইট করে বলেছেন, টাকা বানানোর জন্য তিনি টুইটার কিনতে আগ্রহী হননি। ওদিকে মার্কিন মিডিয়া এবং একজন বিনিয়োগকারীর বরাতে রিপোর্ট প্রকাশ হলেও টুইটার এখনও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেনি। গারবার কাওয়াসাকি ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা রোস গারবার বলেছেন, আমি মনে করি আদালত তাকে এ পথে যেতে বাধ্য করেছে। আরও পরিষ্কার করে বললে- শুরু থেকেই এই কেনার প্রক্রিয়াটি ছিল বিপর্যয়কর।