সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

টি-২০ বিশ্বকাপ কোহলি-হার্দিকের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত

Date:

মোহাম্মদ নওয়াজের করা ১২তম ওভারে তিনটি ছক্কা হাঁকালেন হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি মিলে। এক ওভার থেকেই ২০ রান নিয়ে ঘুরে দাঁড়ালো ভারত। ১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৭৪ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোহলি ২৩ ও হার্দিক ২৮ রানে ক্রিজে ছিলেন।

৩১ রানে ৪ উইকেট নেই ভারতের

৩১ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে ধুঁকছে ভারত। রোহিত-রাহুলের পর তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। হারিস রউফের বলে দলীয় ২৬ রানে আউট হন তিনি। ১০ বলে ১৫ রান আসে সূর্যের ব্যাট থেকে। শাদাব খানের করা পরের ওভারে রানআউট হন অক্ষর প্যাটেল (২)।

১০ রানেই রোহিত-রাহুলের বিদায়

১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসেছে ভারত। দলীয় ৭ রানে নাসিম শাহর বল ব্যাটের কানায় লেগে লোকেশ রাহুলের স্টাম্পে আঘাত হানে। ৮ বলে ৪ রান করেন রাহুল।

এরপর হারিস রউফের বলে স্লিপে ইফতিখার আহমেদের হাতে ধরা পড়েন অধিনায়ক রোহিত শর্মা (৪)।

 

পাকিস্তান ১৫৯/৮

শেষ ৫ ওভারে ৫৩ রান তোলে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো পাকিস্তান। ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৫৯। তিনে নামা শান মাসুদ ৪২ বলে ৫ চারে ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। শাহীন শাহ আফ্রিদির ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৬ রানের ক্যামিও। একটি করে চার ও ছক্কা মেরেছেন শাহীন। এছাড়া ৪ বলে এক ছক্কায় ৬ রান নিয়ে অপরাজিত ছিলেন হারিস রউফ।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া। ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামির শিকার একটি করে উইকেট।

ইফতেখারের ফিফটি

দুই ওপেনার হতাশ করার পর ম্যাচ জমিয়ে তুলেছিলেন ইফতেখার আহমেদ।  ৩২ বলে ২ চার ও ৪ ছক্কায় ফিফটি (৫১) হাঁকান পাকিস্তানের এই ব্যাটার। অর্ধ শতক পূরণের পর মোহাম্মদ শামির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ইফতেখার। রিভিউ নিয়েও কাজ হয়নি। ইফতেখারকে যুতসই সঙ্গ দিয়েছেন শান মাসুদ। ২৭ বলে ৩০ রান নিয়ে লড়ছেন এই ব্যাটার।
১২.২ ওভারে শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৯১ রান। এরপর মাঠে নেমে সুবিধা করতে পারেননি শাদাব খান (৫), হায়দার আলী (২), মোহাম্মদ নওয়াজ (৯) ও আসিফ আলী (২)।

বাবরের পর ব্যর্থ রিজওয়ান

ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ব্যর্থ হলো পাকিস্তানের দুই ওপেনার। বাবর আজম গোল্ডেন ডাক মারার পর ৪ রানে সাজঘরে ফিরলেন মোহাম্মদ রিজওয়ান। আর্শদীপ সিংয়ের করা ৪র্থ ওভারের ৬ষ্ঠ বল খেলতে গিয়ে ভুবনেশ্বর কুমারের তালুবন্দি হন রিজওয়ান। ১২ বল খেলে ১টি বাউন্ডারি হাঁকান তিনি। দলীয় ১৫ রানে দুই উইকেট হারালো পাকিস্তান।

ডাক মারলেন বাবর

ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারটি খেলতে বেশ বেগ পেতে হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। সে ওভারে ওয়াইড থেকে ১ রান পায় পাকিস্তান। দ্বিতীয় ওভারে স্ট্রাইকে এসেই আউট হলেন বাবর আজম। আর্শদীপ সিংয়ের করা প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাকিস্তান অধিনায়ক। রিভিউ নিয়েও লাভ হয়নি। ১ রানে ১ উইকেট হারালো পাকিস্তান

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ভারত। টসে জিতে বাবর আজমদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বীন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলী, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...