বিস্ময়কর বড় রকমের পালাবদল ঘটছে কমিউনিস্ট পার্টি অব চায়নাতে (সিপিসি)। বর্তমান ক্ষমতায় থাকা এ দলটির সর্বোচ্চ সাতজন নেতার মধ্যে চারজনকেই অবসরে যেতে হচ্ছে। এর মধ্যে আছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং চতুর্থ র্যাংকে থাকা ওয়াং ইয়াং। এই চারজনকে পদ থেকে সরিয়ে দিলে তাতে প্রেসিডেন্ট শি জিনপিং আরও শক্তিশালী হবেন। তিনি পরিবেষ্টিত থাকবেন মিত্রদের দ্বারা। দ্য স্ট্রেইটস টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন তান ডন উই। তিনি পত্রিকাটির চায়না ব্যুরো প্রধান। তিনি লিখেছেন, কমিউনিস্ট পার্টি অব চায়না সিপিসির ২০তম সেন্ট্রাল কমিটি নতুন নির্বাচিতদের একটি তালিকা করেছে। তাতে লি কেকিয়াং অথবা ওয়াং ইয়াং- এ দুই বড় নেতার একজনের নামও দৃশ্যমান নয়। এই সম্মেলনে ২০৫ জন পূর্ণাঙ্গ এবং ১৭১ জন বিকল্প সদস্য নতুনভাবে বাছাই করা হয়েছে।
চীনে ক্ষমতায় পালাবদল বাদ পড়ছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং!
Date: