রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি গাজীপুর থেকে শুরু হয়ে রাজধানীর বনানী এসে ঠেকেছে। আজ সকাল থেকেই এই যানজটের শুরু। দুপুর গড়িয়ে গেলেও গাড়ির জট কমেনি। এতে অবর্ণনীয় ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ। সকালে বৃষ্টি হওয়ায় টঙ্গী এলাকার রাস্তার খানাখন্দ ও গর্তে পানি জমে যায়। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয়, যানজট লেগে যায়। যানজটের কারণে বিমানবন্দর এলাকায় থেকে দীর্ঘ ৩-৪ ঘণ্টায়ও রাজধানীতে পৌঁছতে পারেননি। দুপুর থেকে টঙ্গী-উত্তরার বিভিন্ন স্পটে মোটর বসিয়ে গর্তের পানি সরানোর উদ্যোগ নেয় ট্রাফিক পুলিশ।
জানা গেছে, রোববার সকাল থেকেই বিমানবন্দর সড়কে সড়কে পানি জমায় যান চলাচল প্রায় থমকে ছিল। ঢাকার ভেতরে প্রবেশ এবং বের হওয়ার দুই পথেই ছিল তীব্র যানজট।