গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেল গেটে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের একজন যাত্রী নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যবসায়ী সোহেল হাসিব খান (৫০) কালীও ফুলদি গ্রামের আলী আজম খান নায়েব মিয়ার ছেলে। আহত গাড়িচালক সজিব আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, সোমবার (৩ অক্টোবর) আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট দুমড়ে মুচড়ে উল্টে পড়লে ঘটনাস্থলেই সোহেল নিহত ও গাড়িচালক সজিব গুরুতর আহত হন। আইনি প্রক্রিয়া শেষে অভিভাবকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।