গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৯৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৪৫ জন। ৩৪৬ জনের মধ্যে রাজধানীতেই ২১১ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৮৬ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৮২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।