দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এ বছরের মধ্যে সর্বোচ্চ রোগী ভর্তি। ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যু হয়েছে । নতুন ডেঙ্গু রোগী নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৪ জনে।
সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯২২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২০ জন এবং ঢাকার বাইরের ৪০২ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৯২২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৪ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩২৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৬ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২২শে অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৩০ হাজার ২৯ জন।
একদিনে ৯২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
Date: